হড়পা বানে অমরনাথে এখনও পর্যন্ত নিহত ১৬, এয়ারলিফট করা হয়েছে ৩৫ জন আহতকে; দু-এক দিনের মধ্যে আবার ভ্রমণ শুরু হতে পারে

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: অমরনাথ গুহার কাছে হড়পা বানের কারণে এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ফের উদ্ধার অভিযান শুরু করে সেনাবাহিনী। ৩৫ জন আহতকে এয়ারলিফট করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৪৫ জন। পাহাড় উদ্ধারকারী দল তাদের খুঁজছে বলে জানা গিয়েছে। শনিবারও সারারাত চলে সেনাবাহিনীর উদ্ধার অভিযান। তবে, কোনো মৃতদেহ উদ্ধার হয়নি।

সিআরপিএফ ডিজি কুলদীপ সিং জানিয়ে, এখনই আমরা সমস্ত নিখোঁজ ব্যক্তিদের খুঁজে পাওয়া যায় কিনা তা দেখার জন্য সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি। দু-একদিনের মধ্যে আবার যাত্রা শুরু হতে পারে। জানা গিয়েছে, শুক্রবার রাতেই যাত্রা স্থগিত করেছিল প্রশাসন। পহেলগাম এবং বালতালের বেস ক্যাম্পের বাইরে কোনও ভ্রমণকারীকে অনুমতি দেওয়া হয়নি। দুর্ঘটনার পরও জম্মু বেস ক্যাম্প থেকে একদল তীর্থযাত্রী কাশ্মীরের বালতাল এবং পাহলগাম বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হন।

জম্মু থেকে তীর্থযাত্রীদের ২৭৯ টি গাড়ি কনভয়ে পাঠানো হয়েছিল। তবে এটাকে প্রশাসনের অব্যবস্থাপনা বলেই অভিহিত করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন, জম্মুর ভগবতীপুর বেস ক্যাম্পে তীর্থযাত্রীদের সংখ্যা বেড়ে গিয়েছিল, তাই যাত্রা স্থগিত থাকা সত্ত্বেও তীর্থযাত্রীদের বালতাল এবং পহেলগামে পাঠানো হয়।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা ৫:৩০ নাগাদ অমরনাথ গুহার কাছে হড়পা বান শুরু হয়। সেসময় গুহার কাছে ১০ থেকে ১৫ হাজার ভক্ত উপস্থিত ছিলেন। এই ঘটনায় নিহতদের মধ্যে তিনজন মহিলাও রয়েছেন।আইটিবিপি জানিয়েছে, ১৫ হাজার মানুষকে নিরাপদে পবিত্র গুহার কাছে পঞ্চতরণীতে নিয়ে যাওয়া হয়েছে।

হড়পা বানের কারণে পাহাড় থেকে প্রবল স্রোতে ভেসে গেছে প্রায় ২৫টি তাঁবু ও ভক্তদের জন্য স্থাপন করা দুই থেকে তিনটি লঙ্গর। বৃষ্টির কারণে পুরো এলাকা দ্রুত প্লাবিত হয় এবং বহু মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়। বেশ কয়েকজন তীর্থযাত্রী এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন এবং প্রবল স্রোতে তাঁদের ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, এ বছর ৩০ জুন থেকে অমরনাথ যাত্রা শুরু হয়েছে, করোনার কারণে গত দুই বছর যাত্রা করা যায়নি। যাত্রীদের সার্থে অমরনাথ শ্রাইন বোর্ড, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং এনডিআরএফ হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে। সেগুলি হল-০১৯৪২৩১৩১৪৯,০১৯৪২৪৯৬২৪০,৯৫৯৬৭৭৯০৩৯,৯৭৯৭৭৯৬২১৭,০১৯৩৬২৪৩২৩৩,০১৯৩৬২৪৩০১৮।