নিউ ইয়র্কের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু হল ৯ শিশু-সহ অন্তত ১৯ জনের
টিডিএন বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ব্রঙ্কসের একটি আবাসিক (New York City) বহুতল ভবনে বিধ্বংসী ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৯ শিশু-সহ অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া এই ঘটনায় ৬৩ জন দগ্ধ হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। স্থানীয় সময় রবিবার সকাল এগোরাটা নাগাদ দুই ও তিন তলা দাউদাউ করে জ্বলে ওঠে প্রথমে। এরপরই তা বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। ত্রুটিপূর্ণ ইলেকট্রিক স্পেস হিটার থেকে এ আগুনের সূত্রপাত বলে অনুমান করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের সূত্র জানিয়েছে, নিউইয়র্ক সিটির ৩৩৩ পূর্ব ১৮১ নম্বর সড়কের একটি ১৯তলা ভবনে আগুন লাগে। ভবনটির দ্বিতীয় এবং তৃতীয় তলার একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে সকাল ১১টার দিকে আগুন লাগে। এছাড়া শহরের দমকল বাহিনীর প্রধান ড্যানিয়েল জানিয়েছেন, ‘নজিরবিহীন’ এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রায় ২০০ কর্মী কাজ করছে। তারা হতাহতদের উদ্ধার করে বাইরে নিয়ে আসছে। অগ্নদগ্ধ হয়ে মৃত্যু হয় অনেকের। কেউ কেউ কোনওরকমে পালিয়ে প্রাণ বাঁচান। এই অগ্নিকাণ্ডে ৩২ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে অনেকেরই কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে।
নিউ ইয়র্ক শহরের মেয়র আরিক অ্যাডাম এক সংবাদ সম্মেলনে বলেছেন, “আমাদের কাছে যা খবর আছে, তাতে করে কমপক্ষে ১৯ জন মারা গিয়েছে। ৬৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।” তার মতে এই আগুন লাগার ঘটনা নিউ ইয়র্কের ইতিহাসে অন্যতম খারাপ অগ্নিকাণ্ড। মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, দুর্ঘটনাস্থলের বেশির ভাগ বাসিন্দার আদি নিবাস পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।