আন্তর্জাতিক
পাকিস্তানে দুটি প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত প্রায় ৩৬ যাত্রী
টিডিএন বাংলা ডেস্ক: পাকিস্তানে দুটি প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত প্রায় ৩৬ যাত্রী। সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার অন্তর্গত রেতি ও দাহরকি স্টেশনের মধ্যবর্তী জায়গায় উল্টোদিক থেকে এসে মিল্লত এক্সপ্রেসকে ধাক্কা মারে স্যর সঈদ এক্সপ্রেস। সেসময় কার্যত ভয়াবহ দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় ট্রেনটি। মৃত্যু হয় ৩৬ যাত্রীর। বাকিদের উদ্ধার করার কাজ চলছে।