অন্ধ্রপ্রদেশে ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৬, আহত বেশ কয়েকজন

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: অন্ধ্রপ্রদেশে ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৬ জন যাত্রী। জানা গিয়েছে, সোমবার গভীর রাতে শ্রীকাকুলামে কোনারক এক্সপ্রেসের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন মানুষ। এই ভয়াবহ রেল দুর্ঘটনা কিভাবে ঘটল তা জানতে তদন্তে নেমেছে রেল।
অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের বটুয়া গ্রামের কাছে গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, যান্ত্রিক সমস্যার কারণে দাঁড়িয়ে গিয়েছিল গুয়াহাটিগামী সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেন থেমে যাওয়ায় বেশ কয়েকজন যাত্রী রেললাইনে নেমে দাঁড়িয়েছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা দ্রুতগামী কোনারক এক্সপ্রেস ধাক্কা মারে ওই যাত্রীদের। কিছু যাত্রী সরে যাওয়ার সুযোগ পেলেও ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন অনেকেই এবং প্রাণ হারান ৬ যাত্রী।

এই ঘটনার পর শ্রীকাকুলামের পুলিশ সুপার জি আর রাধিকা জানিয়েছেন,”প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গুয়াহাটি এক্সপ্রেসের কিছু যাত্রী চেন টেনে ট্রেনটিকে থামায়। ট্রেন থামতেই কিছু লোক রেললাইন পার করার চেষ্টা করছিলেন। এখনো পর্যন্ত আমরা ছ’জনের দেহ উদ্ধার করেছি। মৃতদের পরিচয় জানা গিয়েছে। পুলিশ ও রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গোটা বিষয় খতিয়ে দেখছেন।”