টন বাংলা ডেস্ক : অস্ট্রেলিয়াকে জাতির জনক মহাত্মা গান্ধির একটি ব্রোঞ্জ মূর্তি উপহার দিয়েছিল ভারত। মেলবোর্নে অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান কমিউনিটি সেন্টার চত্বরে ওই মূর্তি উদ্বোধন করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তার দিন দুয়েকের মধ্যে সেই মূর্তিতে হামলা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভাঙ্গা মূর্তি। ইলেকট্রিক করাত জাতীয় কোনও টুল দিয়ে ঘষে ঘষে মূর্তির গলা অনেকখানি কেটে ফেলা হয়েছে। ঘটনার জেরে প্রবাসী ভারতীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। দুষ্কৃতী তাণ্ডবের নিন্দা করেছেন মরিসন। তিনি বলেন, “আমরা সত্যিই হতবাক। যেভাবে গান্ধিমূর্তিকে অসম্মানিত করা হয়েছে, অত্যন্ত হতাশাজনক। বিষয়টা আমাদের পক্ষে লজ্জার। অপমানের তো বটেই।”
ওই মূর্তিতে কে বা কারা তাণ্ডব চালাল, তা এখনও জানা যায়নি। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা থেকে পরের দিন ঠিক ওই সময়ের মধ্যে মূর্তি ভাঙার চেষ্টা হয়েছে। কেন বিষয়টা কারও নজরে এলো না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভিক্টোরিয়া প্রদেশের প্রায় ৩ লক্ষ ভারতীয় থাকেন। সেখানে এমন একটা ঘটনা ঘটতে পারে, তাতে হতবাক বহু প্রবাসীই।