অমিত শাহের নির্দেশেই ত্রিপুরায় হামলা হয়েছে: মমতা

নিজস্ব সংবাদাদাতা, টিডিএন বাংলা, কলকাতা : ত্রিপুরায় সম্প্রতি তৃণমূল নেতানেত্রীদের ওপর যে হামলা হয়েছে, তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই হয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সবটাই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এত সাহস নেই। ” ত্রিপুরায় আহত জয়া, সুদীপদের হাসপাতালে দেখতে গিয়ে এভাবেই অমিত শাহ সহ বিজেপিকে তীব্র আক্রমণ করেন ত্রিনেমুল নেত্রী মমতা ব্যানার্জি।

সোমবার এসএসকেএম হাসপাতালে সুদীপ রাহা, জয়া দত্তকে দেখতে যান মুখ্যমন্ত্রী। হাসপাতালের বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেত্রীর চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের সামনেই তৃণমূল যুব নেতাদের উপর হামলা চালানো হয়। তারপরেই অমিত শাহকে তিনি একহাত নেন। বলেন, এই হামলার ঘটনা পুরোটাই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ঘটানো হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এত সাহস নেই। তিনি আরও বলেন, ত্রিপুরায় দানবীয় শাসন চালাচ্ছে বিজেপি। এর আগে অভিষেকের গাড়ির উপরও হামলা চালানো হয়েছে।

সোমবার বেলা পৌনে ১১টায় হাসপাতালে পৌঁছান মমতা। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। হাসপাতালে পৌঁছে সোজা চলে যান উডবার্ন ওয়ার্ডে। যেখানে ভর্তি রয়েছেন সুদীপ-জয়ারা।

বেরিয়ে মমতা বলেন, ওদের দেখলাম। ওদের বেধড়ক মারধর করা হয়েছে। জয়ার গাল মেরে ফাটিয়ে দিয়েছে। পুলিশের সামনেই মারধর করা হয়েছে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী নন, হামলা চালানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে। অভিষেককেও টার্গেট করা হচ্ছে।