HighlightNewsদেশ

বিহারে মুসলিমদের উপরে হামলা, মসজিদে ভাঙচুর, আক্রান্ত পুলিশ, গ্রেফতার ৪৯

টিডিএন বাংলা ডেস্ক: বিহারে বিজেপির থেকে সরে গিয়ে আরজেডির সঙ্গে জোট করে নতুন সরকার গঠন করেন নীতীশ কুমার। ফলে বিহারে পদ্ম-সরকারের পতন হয়। তারপরও অবশ্য মুসলিমদের উপর আক্রমণ অব্যাহত রয়েছে। এবার সীতামাহি জেলার পারিহার থানায় একদল উগ্রপন্থী জনতা মুসলিমদের বহু বাড়ি, দোকান এমনকী মসজিদেও ভাঙচুর চালায়।

মুসলিম বিরোধী উস্কানিমূলক স্লোগান দেয়। মসজিদে লাউন স্পিকার ব্যবহারে আপত্তি জানিয়ে এই হামলা চালানো হয়। শুধু তাই নয়, হামলাকারীরা পুলিশকেও রেয়াত করেনি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাদের উপরও আক্রমণ হয়। এতে বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছে। সীতামাহি পুলিশের তরফে তাদের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে এই বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাদের ওপরও হামলা হয়। আহত হয়েছেন ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) সুবোধ কুমার ও এএসআই দয়াশঙ্কর সাহ সহ মোট ৩ পুলিশকর্মী।

আহত জনতা ও পুলিশকর্মীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে সংগৃহীত ভিডিয়ো ফুটেজের ভিত্তিতে এখনও পর্যন্ত ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ, ভুয়ো ভিডিয়ো শেয়ার না করার অনুরোধ করা হয়েছে। স্পর্শকাতর কোনও পোস্ট করা থেকেও বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। সূত্র- পুবের কলম পত্রিকা

Related Articles

Back to top button
error: