টিডিএন বাংলা ডেস্ক: একের পর এক দল বিরোধী মন্তব্য ও সমালোচনার কারণে ইতিমধ্যেই জাতীয় কর্মসমিতি থেকে বাদ দেয়া হয়েছে বরুণ গান্ধীকে। লাখিমপুরের কৃষক হত্যা নিয়ে বরুণ গান্ধী যোগী সরকারের সমালোচনা করেছেন বারবার। এবার তিনি নতুন এক অভিযোগ আনলেন। এক টুইটার বার্তায় তিনি বলেন, “লাখিমপুরের কৃষক হত্যাকে কেন্দ্র করে হিন্দু ও শিখদের মধ্যে সংঘাত বাধানোর অপচেষ্টা করছে একটি শ্রেণি। অনৈতিক মিথ্যা রটনার মাধ্যমে পুরোনো ক্ষতকে জাগিয়ে তোলা খুবি বিপদজনক। আমরা জাতীয় ঐক্যের থেকে রাজনৈতিক ফায়দা কে বেশি গুরুত্ব দিতে পারি না কোনোভাবেই।” উল্লেখ্য যে, লাখিমপুর খেরিতে কৃষকদের শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল চলাকালে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয় ৪জনকে। এরপর মৃত্যু হয় আরো চারজনের। এই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশীষ মিশ্র অভিযুক্ত। এই ঘটনার একটি ভিডিও ট্যুইট করে বরুণ গান্ধী লিখেছিলেন, “লাখিমপুর খেরিতে কৃষকদের ইচ্ছাকৃতভাবে যেভাবে পিটিয়ে হত্যা করা হল সেটা যে কোন ব্যক্তির আত্মায় আঘাত করতে বাধ্য। পুলিশের উচিত এই ভিডিওটি দেখে গাড়ির মালিককে শনাক্ত করে গ্রেপ্তার করা।” এদিকে এই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র যেভাবে নিজের ছেলে আশীষ মিশ্রকে আড়াল করার চেষ্টা করেছেন তার দায়ে অজয় মিশ্রের পদত্যাগ দাবি করেছে কংগ্রেস। অজয় মিশ্র পদত্যাগ না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে কংগ্রেস।
Related Articles
হরিয়ানায় নিহত সাবির মল্লিকের পরিবারের সাথে জামাআত নেতৃত্বের সাক্ষাৎ, ন্যায়বিচার দাবি
2 September 2024
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির পারস্পরিক বোঝাপড়া ও মেরুকরণ আবারও সামনে চলে এসেছে: আইএসএফ
5 June 2024