স্পেনে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৮জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, আহত অসংখ্য

টিডিএন বাংলা ডেস্ক: শুক্রবারের (২৪ জুন) একদল অভিবাসনপ্রত্যাশী আফ্রিকান স্পেনের উত্তর আফ্রিকার ছিটমহল মেলিল্লায় অনুপ্রবেশের চেষ্টা করলে সীমান্তরক্ষীদের সঙ্গে অনুপ্রবেশকারীদের সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় মৃত্য হয়েছে কমপক্ষে ১৮ জনের। আহত হয়েছেন নিরাপত্তা বাহিনী ও অভিবাসনপ্রত্যাশী সকলেই। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্রের খবর। প্রতিবেশী দেশ মরক্কোর কর্মকর্তাদের দাবি, অনুপ্রবেশকারীদের একটি বড় দল সীমান্ত অতিক্রম করার সময় এ হতাহতের ঘটনা ঘটেছে। মরক্কো থেকে আফ্রিকার সাব সাহারা অঞ্চলের দুই হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী আফ্রিকায় স্পেনের ছিটমহল শহর মেলিলা যাচ্ছিলেন।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, অনুপ্রবেশকারীরা সীমান্ত বেড়ার ওপর থেকে পড়ে গিয়ে মারা গেছেন। মার্চ মাসে স্পেন এবং মরক্কো কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু করার পর এটিই প্রথম বড় ধরনের গণ-অনুপ্রবেশের চেষ্টা বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। মার্চে মরক্কো ও স্পেনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পর সীমান্ত অতিক্রম করার জন্য এ ধরনের গণপ্রচেষ্টা এটিই প্রথম। স্পেনের কর্মকর্তারা বলছেন, শত শত অভিবাসনপ্রত্যাশী সীমান্ত দেয়াল ভেঙে স্পেনের ছিটমহলে ঢোকার চেষ্টা করে। বেশির ভাগ অনুপ্রবেশকারীকে ঠেলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারপরও অন্তত ১০০ অনুপ্রবেশকারী ভেতরে প্রবেশ করেছে। মেলিল্লা ও সিউটা স্পেনের দুটি ছিটমহল। গত কয়েক বছরে এ দুটি এলাকা সাব-সাহারা অঞ্চলের অভিবাসনপ্রত্যাশীদের কাছে ইউরোপে ঢোকার মাধ্যমে পরিণত হয়েছে।