টিডিএন বাংলা ডেস্ক : আজ কাশী বিশ্বনাথ ধাম প্রকল্পের উদ্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে উপস্থিত এই আধ্যাত্বিক ইভেন্টে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই অনুষ্ঠানে আজ হাজিরা মাস্ট করা হয়েছে বিজেপিশাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের। চমক আরও আছে। ওই ইভেন্টে উপস্থিতি মাস্ট করা হয়েছে, মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরকেও।
কেন এই ধরনের পরিকল্পনা? বিজেপির শীর্ষস্থান মনে করছে, বিজেপি শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীদের পরিবার উপস্থিত থাকলে বিধানসভা ভোটের আগে ভোটারদের মনে ইতিবাচক প্রভাব ফেলবে। হিন্দুত্বের জয়গানের মাধ্যমে দ্বিতীয়বার মসনদে বসতে পারবেন যোগী আদিত্যনাথ।
বিজেপি সূত্রে খবর, ২০১৭ সালে নির্বাচন কমিশন যে পরিসংখ্যান দিয়েছিল, তাতে দেখা গেছে উত্তরপ্রদেশের মোট ভোটার ১৪.১২ কোটি। এরমধ্যে ৬.৪৪ কোটি মহিলা ভোটার। ৪ বছরে সেই সংখ্যা আরও বেড়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মহিলা ভোটারদের কাছে পেতে ব্যস্ত সব রাজনৈতিক দল। আর সেই কারণেই বিজেপি তরফে ভোটারদের প্রভাবিত করতে মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের স্বপরিবারে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে বলে মনে করছে বিজেপির শীর্ষ স্তর।