টিডিএন বাংলা দেস্কঃ আবারো নীতি পুলিশের ভূমিকা নিয়ে দেখা দিল অসন্তোষ। বাসস্ট্যান্ডে সকলের সামনে দুই যুবককে মারধর ও চুল কেটে শাস্তি দিলেন বাবলী মুখোপাধ্যায় নামে জনৈক এক মহিলা। জানা গিয়েছে নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা বাবলি মুখোপাধ্যায় নিজেকে সমাজসেবী বলে পরিচয় দেন। দাম্পত্য কলহ সহ বিভিন্ন ধরনের সমস্যার সালিশি করেন এবং সেটার ভিডিও ফেসবুকে পোস্ট করেন। অবশ্য এর বিনিময়ে তিনি মোটা অংকের টাকাও নেন তাদের থেকে। এমনকি কৃষ্ণনগর বাসট্যান্ড এলাকায় একটি অফিস খুলেছেন তারা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ১৮ বছরের ছেলে ও ১৪ বছরের এক মেয়েকে বাড়ি থেকে পালিয়ে আসার এবং প্রেম করার অপরাধে তার দুই সহযোগী তাদেরকে অফিসে নিয়ে যায়। এরপর উভয়পক্ষের বাড়ি থেকে পরিবারের সদস্যরা আসে। তাদের উপস্থিতিতেই দুইজনকে মারধর করে বাবলি মুখোপাধ্যায় নামে ওই মহিলা। এরপর তাদের শাস্তি স্বরূপ বাসস্ট্যান্ডে নিয়ে এসে সকলের সামনে মারধরের ও চুল কেটে দেওয়ার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। কেড়ে নিয়েছেন মোবাইল এবং নিজেই সেই ভিডিয়ো ফেসবুকে পেজে আপলোড করেছেন। এই প্রসঙ্গে বাবলি বলেন, “জানতে পারি, ছেলেটির বয়স প্রায় আঠারো বছর। মেয়েটির চোদ্দো, বাড়ি উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে। ফেসবুকে আলাপ। মেয়েটি ছেলেটির সঙ্গে বাড়ি থেকে পালিয়ে এসেছে। আর ছেলেটির বাড়ির লোক তাদের নিতে এসেছে।” মোবাইল কেড়ে নেওয়ার কারন হিসাবে তিনি বলেন, যুবকের মোবাইলে মেয়েটির সঙ্গে ঘনিষ্ঠ ছবি ছিল বলেই তিনি তা কেড়ে নিজের কাছে রেখে দিয়েছিলেন। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের নজরে আসে। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার ঈশানী পাল বলেন, “আমরা তদন্ত চালিয়ে ওই মহিলার বিরুদ্ধে মামলা রুজু করেছি।” বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার মিডিয়া আহ্বায়ক সন্দীপ মজুমদার বলছেন, “এক সময়ে ওই মহিলা আমাদের দল করতেন ঠিকই। তবে নানা কারণে বছর দুয়েক আগেই দল তাঁর সঙ্গে যাবতীয় যোগাযোগ বন্ধ করে দিয়েছে।” উল্লেখ্য যে, এক সময়ে তিনি বিজেপি করতেন, এখন ‘সমাজসেবী’ হিসেবে নিজের পরিচয় দেন। বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ বাবলি মুখোপাধ্যায় নামে ওই মহিলাকে গ্রেফতার করে সারা রাত আটকে রাখা ও মোবাইল ছিনতাইয়ের মামলা রুজু করেছে। শুক্রবার তাঁকে কৃষ্ণনগর আদালতে হাজির করানো হলে সাত দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
Related Articles
হরিয়ানায় নিহত সাবির মল্লিকের পরিবারের সাথে জামাআত নেতৃত্বের সাক্ষাৎ, ন্যায়বিচার দাবি
2 September 2024
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির পারস্পরিক বোঝাপড়া ও মেরুকরণ আবারও সামনে চলে এসেছে: আইএসএফ
5 June 2024