HighlightNewsআন্তর্জাতিক

ইউক্রেন পরিস্থিতি নিয়ে ফের বৈঠক মোদির, ৪ মন্ত্রী যাচ্ছেন ইউরোপ

টিডিএন বাংলা ডেস্ক : ইউক্রেনে যুদ্ধ, উদ্বেগ ভারতে। যুদ্ধরত দেশ থেকে কীভাবে ভারতীয়দের উদ্ধার করা যায়, সেটাই এখন টপ প্রায়োরিটি’ মোদি সরকারের। জরুরি পরিস্থিতিতে ফের বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

সোমবারের বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৪ জন মন্ত্রীকে ভারতের তরফে পাঠানো হবে। দিল্লি থেকে যে ৪জন মন্ত্রী ইউরোপ যাবেন তারা হলেন, হরদীপ পুরি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কিরণ রিজেজু, ভিকে সিং। এই চারজন ভারতের তরফে বিশেষ দূত হিসেবে ইউক্রেন পার্শ্ববর্তী অঞ্চলে যাবেন।

সূত্রের খবর কেন্দ্রের তরফে ইউক্রেনের পার্শ্ববর্তী অঞ্চলে যে সমস্ত দেশের মাধ্যমে অপারেশন গঙ্গা’ চালানো হচ্ছে, সেই দেশগুলিতে কেন্দ্রের প্রতিনিধি হিসেবে ওই মন্ত্রীদের পাঠানো হতে পারে। তারা রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরিতে যেতে পারেন।

Related Articles

Back to top button
error: