HighlightNewsদেশ

রাস্তার বেহাল দশা, অ্যাম্বুলেন্স ঢোকে না, অন্তঃসত্ত্বা মহিলাকে নিয়ে ২০ কিলোমিটার হেঁটে হাসপাতালে পৌঁছালেন পরিবারের পুরুষ সদস্যরা

টিডিএন বাংলা ডেস্ক: বেহাল রাস্তা। সাইকেল, বা বাইক নিয়ে যদিও বা যাওয়া যায়, গাড়ি চালানোর উপায়ই নেই। আর সেই কারণেই গ্রামে ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স। তাই অন্তঃসত্ত্বা মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে হলে ‘ডোলি’ই ভরসা

ঘটনাটি তেলেঙ্গানার ভদ্রাদ্রি কোঠাগুদেম জেলার। সেখানকারই বাসিন্দা এক জনজাতি সম্প্রদায়ভুক্ত মহিলাকে এভাবেই ডোলিতে চড়িয়ে ২০ কিলোমিটার পায়ে হেঁটে হাসপাতালে নিয়ে গেছেন তাঁর পরিবারের দুই পুরুষ সদস্য। জানা গেছে, ওই অন্তঃসত্ত্বা মহিলার প্রসব বেদনা শুরু হয়েছিল। কিন্তু জঙ্গলের বুক চিরে এগিয়ে যাওয়া গ্রামের রাস্তার হাল এতটাই খারাপ যে সেখানে অ্যাম্বুলেন্সটুকুও ঢোকার উপায় নেই।

তাই বাধ্য হয়ে মহিলার বাড়ির লোকজন মিলে কাঠ এবং বাঁশ দিয়ে ‘স্ট্রেচার’-এর মতো দেখতে দোলনা তৈরি করেন। তারপর তাতে গর্ভবতী মহিলাকে বসিয়ে বাঁশের সাহায্যে তাঁকে কাঁধে তুলে রওনা হন নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের উদ্দেশে। সূত্রের খবর, ২০ কিলোমিটার হাঁটার পর সত্যনারায়ণপুরম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছান তাঁরা।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর স্বাস্থ্যকেন্দ্রের তরফেই অ্যাম্বুলেন্স-এর ব্যবস্থা করা হয়। তারপর মহিলাকে ভদ্রাচলম সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই সন্তানের জন্ম দেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, মা এবং সন্তান দুজনেই সুস্থ রয়েছে। শিগগিরই তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। এমন ঘটনা এই প্রথম নয়। ভারতের একাধিক জায়গায় বহুবার এই ধরনের ঘটনার কথা সামনে এসেছে যেখানে অন্তঃসত্ত্বা কিংবা জরুরিভিত্তিতে চিকিৎসার প্রয়োজন এমন মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পদযুগলই ভরসা। কারণ রাস্তা খারাপ হওয়ায় গাড়ি ঢোকে না গ্রামে।

দিন কয়েক আগেই উত্তরাখণ্ডের একটি প্রত্যন্ত গ্রামের কথা জানা গিয়েছিল। সেখানে লাগাতার বৃষ্টি এবং হড়পা বানে ধুয়ে গিয়েছিল রাস্তা। তার মধ্যেই প্রসব বেদনা উঠেছিল এক মহিলার। তাঁকে একটি চেয়ারে বসিয়ে সেই চেয়ার কাঁধে তুলে প্রায় না থাকা রাস্তা দিয়েই কোনও মতে চূড়ান্ত ঝুঁকি নিয়ে হাসপাতালের পথে রওনা হয়েছিলেন তাঁর বাড়ির লোকজন। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সূত্র – দ্য ওয়াল

Related Articles

Back to top button
error: