HighlightNewsদেশ

বাজে চুল কাটার মাশুল, ক্ষতিপূরণ বাবদ স্যালোন থেকে মডেল পেলেন ২ কোটি টাকা

টিডিএন বাংলা ডেস্ক : অত্যন্ত বাজে হেয়ারকাট! কড়া মাশুল মাশুল গুণল দিল্লির বিখ্যাত আইটিসি মৌর্য হোটেলের স্যালন। এক মডেলের অভিযোগে মান্যতা দিয়ে হোটেলকে ২ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ ন্যাশনাল কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশনের। ২০১৮ সালের ১২ এপ্রিল। দিল্লির ওই বিখ্যাত স্যালোঁতে গিয়েছিলেন মডেল। সেদিন তাঁর পছন্দসই হেয়ার স্টাইলিস্ট ছিলেন না। অন্য একজন তাঁর চুল সেট করে দেন। মডেল চেয়েছিলেন মাথার সামনের দিকের চুলে ‘লেয়ার কাট’ করে দিতে। খুব সামান্য চুল নিচের দিকে কাটারও নির্দেশ দেন। প্রায় ঘণ্টাখানেক ধরে চুল কাটেন হেয়ার স্টাইলিস্ট। শেষ পর্যন্ত মাত্র চার ইঞ্চি বাদ দিয়ে বাকি অংশ কেটে ফেলেছেন ওই হেয়ার স্টাইলিস্ট। মডেলের আরও অভিযোগ, হেয়ার ট্রিটমেন্টের নামে এমন কিছু রাসায়নিক ব্যবহার করা হয়েছে যাতে তাঁর স্ক্যাল্পের ক্ষতি হয়েছে। তার ফলে ক্রমশই চুল পড়ে যাচ্ছে বলে অভিযোগ মডেলের। চুল ভালো রাখার পণ্যের বিজ্ঞাপনের মডেল ছিলেন তরুণী। বর্তমানে ওই তরুণীর মাথার চুল আর তেমন নেই। ফলে একের পর এক সংস্থার সঙ্গে তাঁর বাণিজ্যিক চুক্তি বাতিল হচ্ছে। স্বপ্ন ভেঙে খানখান। স্যালনের বিরুদ্ধে এরপর জাতীয় গ্রাহক বিরোধ নিষ্পত্তি কমিশনে দ্বারস্থ হন ওই মডেল। এই মামলায় জাস্টিস আর কে আগরওয়াল এবং ডাঃ এস এম কান্তিকরের পর্যবেক্ষণ হল, চুল নিয়ে মহিলাদের আবেগ জড়িয়ে থাকে। তাই তাঁরা চুল ভাল রাখতে প্রচুর টাকাও খরচ করেন। তাই চুল নষ্ট হওয়ায় সংশ্লিষ্ট স্যালোঁকে ২ কোটি টাকা জরিমানার নির্দেশ দেন তাঁরা।

Related Articles

Back to top button
error: