টিডিএন বাংলা ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের ভয়াবহ ঘটনার পর থেমে যায়নি র্যাগিংয়ের ঘটনা। র্যাগিংয়ের কারণে প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু হওয়ায় রাজ্য জুড়ে আন্দোলন হওয়ার পরেও সামনে এসেছে বেশকিছু র্যাগিংয়ের ঘটনা। এবার ব়্যাগিংয়ের গুরুতর অভিযোগ উঠল রানিগঞ্জের একটি হাইস্কুলে। নবম শ্রেণির এক ছাত্রের ওপর র্যাগিংয়ের অভিযোগ উঠেছে তারই কয়েকজন সহপাঠীর বিরুদ্ধে। অভিযোগ, জোর করে প্রস্রাব খাওয়ানো হয়েছে এই পড়ুয়াকে। এমনকী তাঁর চোখে ছেটানো হয় লঙ্কার গুঁড়োও।
পুলিশ ও স্কুল সূত্রের খবর, সহপাঠীরা ক্লাস ফাঁকি দিয়ে বাইরে চলে যেত। সেই কথা ক্লাস টিচারকে জানিয়ে দিল ওই ছাত্র আর এই কারণেই সহপাঠী কয়েকজন ছাত্র ওই ছাত্রকে চরম শাস্তি দেয়। অভিযোগ, স্কুল ছুটির পর রাস্তার ধারে ওই ছাত্রকে একা পেয়ে, চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে মারধর করা হয়। পুলিশকে জানানো অভিযোগে ওই ছাত্র জানায়, “ওদের তিনজনের মুখে মুখোশ পরা ছিল। ব্যাপকভাবে মারধর করার পর ওরা জোর করে আমার মুখে প্রস্রাবও করে।”
জানা গেছে, সহপাঠীরা ক্লাস ফাঁকি দিয়ে বাইরে চলে যাওয়ার কথা জানানোর পর স্কুল কর্তৃপক্ষ স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তাতেই তিন পড়ুয়াকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করে স্কুল কর্তৃপক্ষ। পাল্টা প্রতিশোধ নিতে ওই ছাত্রের ওপর এমন অত্যাচার বলেই মনে করছেন স্কুলের একাংশ। তবে পড়ুয়াদের মধ্যে এমন অপরাধপ্রবণ মানসিকতা তৈরি হওয়ার ঘটনায় যারপরনাই উদ্বেগে স্কুল কর্তৃপক্ষ। র্যাগিংয়ের শিকার হওয়া ছাত্রটি মানসিকভাবে ভেঙে পড়ায় তাঁর জন্য মনো চিকিৎসকের সাহায্য নেওয়া হচ্ছে বলেও স্কুল সূত্রের খবর।