টিডিএন বাংলা ডেস্ক : স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপুর জামিনের আবেদন খারিজ করল সুপ্রিমকোর্ট। ১৬ বছরের কিশোরীকে ধর্ষণে যাবজ্জীবন সাজা পেয়েছেন তিনি। কিছুদিন আগে তিনি আয়ুর্বেদিক চিকিৎসার জন্য দুমাসের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেছিলেন। মঙ্গলবার সুপ্রিমকোর্ট সেই আবেদনই খারিজ করে দিল।
২০১৮ সালে দোষী প্রমানিত হওয়ার পর যোধপুরের এক আদালত আশারামকে যাবজ্জীবনের সাজা শুনেয়েছিল। তাঁর বিরুদ্ধে আইপিসি, পকসো ধারা এবং শিশু সুরক্ষা আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়েছিল। আশারামের দুই সঙ্গীকেও ২০ বছরের কারাদণ্ড দিয়েছিল যোধপুরের আদালত। তবে আশারামের বিরুদ্ধে সাক্ষী দেওয়া মোট নয়জনকে প্রাণঘাতী আক্রমণ করা হয়েছিল। সুপ্রিম কোর্টে এই জামিনের আর্জির বিরুদ্ধে রাজস্থান সরকারের আইনজীবী দাবি করেছেন, স্বঘোষিত গডম্যান চিকিৎসা পাওয়ার আড়ালে তাঁর সাজা স্থগিত করতে চায়। রাজস্থানের সরকারি আইনজীবী এও দাবি করেন, ২০১৪ এবং ২০১৬ সালেও একই আবেদন করেছিলেন আশারাম। সুপ্রিম কোর্টের ঠিক করে দেওয়া মেডিকেল বোর্ড তাঁকে পরীক্ষা করে জানিয়েছিলেন আশারাম সম্পূর্ণ সুস্থ। ফলে এদিনও তাঁর জামিন হল না।