বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছেন বজরং পুনিয়া

ছবি সুত্রঃ India TV News

টিডিএন বাংলা ডেস্ক: অলিম্পিক ব্রোঞ্জ পদক বিজয়ী বজরং পুনিয়া বেলগ্রেডে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়ী হয়েছেন। পুনিয়া পুয়ের্তো রিকোর সেবাস্তিয়ান রিভেরাকে ১১-৯ গোলে হারিয়ে পুরুষদের ৬৫ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে এটি ছিল বজরংয়ের চতুর্থ পদক। এর আগে ভিনেশ ফোগাট মহিলাদের ৫৩ কেজি ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন।