টিডিএন বাংলা ডেস্ক : বিজেপি শাসিত মধ্যপ্রদেশে একটি খ্রিষ্টান স্কুলে তাণ্ডব বজরং দলের। ৮জন ছাত্রকে ধর্মান্তরিত করার অভিযোগে হামলা চালানো হয় ওই স্কুলটিতে। স্কুলকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। যে সময় ওই হামলা চলে, তখন স্কুলে দ্বাদশ শ্রেণির অঙ্ক পরীক্ষা চলছিল। পুলিশের তৎপরতায় পড়ুয়া ও স্কুলকর্মীদের কোনও মতে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় বিদিশা জেলার গঞ্জ বসোদা শহরে।
ঠিক কী হয়েছে ঘটনাটি? বজরং দলের কর্মী-সমর্থকদের দাবি, সেন্ট জোসেফ স্কুলে পড়ুয়াদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা হচ্ছে। এরই প্রতিবাদে ওই হামলা চালায় তারা। ওই ঘটনার ভিডিয়ো ফুটেজও ভাইরাল হয়েছে। তারপরই ওই হামলা চালানো হয়। হামলার একটি ভিডিয়ো ফুটেজ পাওয়া গেছে। সেখানে দেখা যাচ্ছে, স্কুল বিল্ডিংয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছে। জানলার কাচ লক্ষ্য করে ছোঁড়া হচ্ছে পাথর। এই ধরণের হামলার খবর আগেই আঁচ করেছিলেন। সেই খবর পুলিশ ও প্রশাসনকে জানিয়ে রেখেছিলেন। এমনই জানিয়েছেন স্কুলের ম্যানেজার ব্রাদার অ্যান্টনি। তবে পুলিশের বিরুদ্ধে তাঁর অভিযোগ, যথাযথ পদক্ষেপ তারা নেয়নি। পাশাপাশি বজরং দলের ধর্মান্তকরণের অভিযোগও খারিজ করেছেন তিনি। যে নামের তালিকা তাঁদের দেওয়া হয়েছে, ওই নামে কোনও পড়ুয়া এই স্কুলে নেই। পুরো অভিযোগটিকেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ।