টিডিএন বাংলা ডেস্ক: ওড়িশার বালেশ্বরে আপ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় লাফিয়ে লাফিয়ে ক্রমশ্য বাড়ছে মৃতের সংখ্যা। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শনিবার ভোর পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩ জন। অন্যদিকে আহত হয়েছেন প্রায় ১ হাজার যাত্রী। এখনও পর্যন্ত বহু মানুষ সেখানে আটকে পড়ে আছেন বলে জানানো হয়েছে। তাদের উদ্ধার করতে যুদ্ধ পরিস্থিতিতে চলছে উদ্ধার অভিযান।
যদিও সরকারি ভাবে ওড়িশার দমকল বাহিনীর ডিরেক্টর জেনারেল সুধাংশু ষড়ঙ্গী জানিয়েছেন শনিবার ভোর পর্যন্ত অন্তত ১২০টিরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-সহ রেলের পদস্থ অফিসারেরা। রেল উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।