টিডিএন বাংলা ডেস্কঃ আর কিছু দিনের মধ্যেই অনুষ্টিত হতে চলেছে পুরভোট। সেই ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে কলকাতা হাইকোর্ট মামলা করেছিল বঙ্গবিজেপি। কিন্তু কলকাতা হাইকোর্ট রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের কথায় আস্থা রেখে পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই বলে সেই মামলা খারিজ করে দেয়। তবে সহজেই হাল ছাড়তে নারাজ বঙ্গবিজেপি। তারা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবারও মামলা দায়ের করেছে। জানা গিয়েছে সেই মামলা গ্রহণও করেছে শীর্ষ আদালত। জরুরি ভিত্তিতে প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য যে, ইতিপূর্বেই এই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিল বিজেপি। কিন্তু সুপ্রিম কোর্ট সেই মামলা গ্রহণ না করে হাই কোর্টে ফিরিয়ে দিয়েছিল। তবে এবার সুপ্রিম কোর্ট সেই মামলা গ্রহণ করায় খুশি বিজেপি। তবে যেহেতু রবিবারই রাজ্যে পুর নির্বাচন অনুষ্টিত হচ্ছে সেহেতু এই মামলার রায় কি হতে চলেছে সেই দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল।