টিডিএন বাংলা ডেস্ক: “অপারেশন গঙ্গা”-র অধীনে শুধুমাত্র নিজের দেশের নাগরিকদের নয় বাংলাদেশের নাগরিকদেরও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে নিরাপদে উদ্ধার করে নিয়ে এসেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এহেন পদক্ষেপের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনো পর্যন্ত “অপারেশন গঙ্গা”-র অধীনে চলা বিশেষ ফ্লাইটের মাধ্যমে ইউক্রেন থেকে মোট ৯ জন বাংলাদেশী নাগরিককে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে নেপালি ও তিউনিসিয়ার ছাত্রদেরও উদ্ধার করা হয়েছে।
ফেব্রুয়ারির শেষ দিক থেকেই ইউক্রেনে আটকে পড়া নাগরিকদের প্রধানত ছাত্রদের সরিয়ে আনার প্রভূত চেষ্টা করেছে ভারত। তবে ইউক্রেনের পূর্বাঞ্চল, বিশেষত উত্তর পূর্বাঞ্চলীয় শহর সুমিতে আটকে পড়া প্রায় ৭০০ জন ভারতীয় ছাত্রদের বারংবার চেষ্টা করেও নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি ভারতের পক্ষে। তবে, কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ার তরফ থেকে মানবিক করিডোরের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তার ফলে সুমিতে আটকে পড়া প্রায় ৬৯৪ জন ভারতীয়কে ইউক্রেন থেকে নিরাপদে নিয়ে আসতে সক্ষম হয়েছে ভারত।