ব্যাঙ্ক কর্মীদের পেনশন ও ফ্যামিলি পেনশন বাড়ছে
টিডিএন বাংলা ডেস্ক : ব্যাঙ্ক কর্মীদের জন্য সুখবর। পেনশন ও ফ্যামিলি পেনশন বাড়তে চলেছে তাদের। ন্যাশনাল পেনশন স্কিমে এবার থেকে ব্যাঙ্কগুলিকে প্রত্যেক কর্মীর জন্য ১৪% অর্থ দিতে হবে। এটা আগে ছিল ১০%।
সব পদের জন্য একজন ব্যাঙ্ক কর্মীর শেষ গ্রহণ করা বেতনের ৩০% হবে পেনশন। এতদিন নিয়ম ছিল মাসিক ফ্যামিলি পেনশনের সীমা ৯ হাজার ২৮৪ টাকা। সেই সীমা উঠে যাচ্ছে। বর্তমানে ব্যাঙ্ক কর্মীদের মৃত্যু হলে তাদের শেষ পাওয়া বেতনের শতকরা হিসেবে তিনটি স্তরে ফ্যামিলি পেনশন ধার্য করা হয়। ১০%, ২০% এবং ৩০%। এবার থেকে তিনটি স্তর আর থাকছে না। সব পদের জন্য একটি ধাপ ৩০%। পাশাপাশি এক লাফে অনেকটাই বেড়ে গেছে ফ্যামিলি পেনশন।
এই সিদ্ধান্তের ফলে কর্মীদের পদাধিকার ভেদে ফ্যামিলি পেনশনের অঙ্ক ৩০-৩৫ হাজার টাকা হতে পারে। এমনই জানিয়েছে ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস। সম্প্রতি ব্যাঙ্ক কর্মী ও অফিসারদের দিয়ে বৃদ্ধি করা হয়েছে। ডিএ ধার্য করা হয়েছে ২৭.৭৯%।