রাজ্যের মর্যাদার দাবিতে বনধ লাদাখে

টিডিএন বাংলা ডেস্ক : নাগাল্যান্ডকাণ্ডে অস্থিরতা এখনও কাটেনি। এরই মধ্যে লাদাখ নিয়ে নতুন মাথাব্যথা হতে চলেছে মোদি সরকারের। শুধুমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল হলেই চলবে না। লাদাখের তিনটি প্রধান এলাকা লেহ, লাদাখ এবং কার্গিলের প্রায়ই প্রতিটি আঞ্চলিক রাজনৈতিক দল ও সংগঠন একজোট হয়ে ষষ্ঠ তফশিল ও পূর্ণ রাজ্যের মর্যাদা আদায়ের দাবিতে আন্দোলনে নেমে পড়ল।

পৃথক রাজ্যের মর্যাদার দাবিতে সোমবার লাদাখ জুড়ে বনধ পালন করা হয়। লেহ এবং কার্গিল-এর রাস্তা ছিল জনশূন্য। বন্ধ ছিল দোকানপাট। বনধ সমর্থনকারীদের দাবি, লেহ এবং কার্গিলকে দুটি পৃথক নির্বাচনী কেন্দ্র ঘোষণা করতে হবে। লাদাখে চাকরি, জমির অধিকার সুরক্ষিত করতে হবে এবং লাদাখের ১২ হাজার শুন্য পদে নিয়োগ করতে হবে। যদিও ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর লাদাখকে যখন পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়, তখন উদযাপনে মেতেছিল এলাকার মানুষ। কিন্তু কেন্দ্রশাসিত হওয়ার পরও দুবছর কেটে গেলেও কোনও উন্নতি নেই। লাদাখের যে জমি এবং সরকারি চাকরি শুধুমাত্র ভূমিপুত্রদের জন্য সুরক্ষিত ছিল। তাও হাতছাড়া হয়েছে। ফলে এখন বিশেষ মর্যাদা ফেরত চাইছে লাদাখ।

এই অধিকার রক্ষার প্রশ্নে মুসলিম অধ্যুষিত কার্গিল এবং বৌদ্ধ অধ্যুষিত লেহ সরব হয়েছে। কাশ্মীর যেমন চাইছে না কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে থাকতে, তেমনি লাদাখ রাজি নয় দিল্লি থেকে পরিচালিত হতে। ঘটনা হল জম্মু-কাশ্মীর ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে লাদাখকে পৃথক করার সিদ্ধান্ত স্বাগত জানিয়েছিল লেহ। কার্গিল ছিল এর বিরুদ্ধে। এবার কার্গিলের সঙ্গে হাত মিলিয়েছে লে অ্যাপেক্স বডি। ফলে সমস্যা আরও বেড়েছে।