HighlightNewsরাজ্য

Basirhat: ‘মতাদর্শ মিলছে না’ তাই BJP ছাড়ার ঘোষণা বসিরহাটের বাবু মাস্টারের

টিডিএন বাংলা ডেস্ক: BJP-তে ভাঙন অব্যাহত। বিধায়োক কৃষ্ণ কল্যাণী মহাশয়ের পর এবার বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরবেন বসিরহাটের বাবু মাস্টার ওরফে ফিরোজ কামাল গাজি। বুধবার তাঁর একটি মন্তব্য ঘিরে এমনই জল্পনা সৃষ্টি হল। বিজেপি ছাড়ার কারণ হিসাবে তিনি বলেন, “BJP-র মতাদর্শের সঙ্গে মতাদর্শ মেলে না। তাই দলে থাকার কোনও প্রশ্নই ওঠে না।” তিনি আরও জানিয়েছেন, BJP-তে যোগদান করা তাঁর হঠাকারী সিদ্ধান্ত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে ক্ষমাও চেয়েছেন তিনি। সেক্ষেত্রে তাঁর তৃণমূলে প্রত্যাবর্তনে জল্পনা আরও তুঙ্গে।আর কয়েক দিন বাদেই রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে বাবু মাস্টার ওরফে ফিরোজ কামাল গাজির দল ছাড়া গেরুয়া শিবিরের জন্য বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এরইমধ্যে দল ছেড়েছেন BJP-র পাঁচ জন বিধায়ক। সর্বশেষ BJP বিধায়ক কৃষ্ণ কল্যাণী তৃণমূলে যোগ দিয়েছেন।
উল্লেখ্য যে, গত বিধানসভা নির্বাচনের আগে এই প্রাক্তন তৃণমূল নেতা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন এবং হাতে তুলে নেন BJP-র পতাকা।

Related Articles

Back to top button
error: