রাজ্য
কনকনে ঠান্ডার দিনে রাতের অন্ধকারে অসহায় দুঃস্থ মানুষদের খুঁজে খুঁজে শীতবস্ত্র দিলেন বিডিও রিয়াজুল হক
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: কনকনে ঠান্ডার দিনে রাতের অন্ধকারে গ্রামে গিয়ে অসহায় দুঃস্থ মানুষদের খুঁজে খুঁজে তাদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন মুর্শিদাবাদের সুতি-১ ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক। শনিবার ব্লকের বহুতালি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা ঘুরে অসহায়দের হাতে কম্বল, পাঞ্জাবী, শাড়ি তুলে দেন তিনি। বিডিওর মানবিক মুখে খুশি সাধারণ মানুষ। টিডিএন বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে বিডিও এইচ এম রিয়াজুল হক জানান, ব্লকের বিভিন্ন প্রান্তে গিয়ে আমরা অসহায়দের খুঁজে খুঁজে শীতবস্ত্র তুলে দিচ্ছি। কেউ যেন ঠান্ডায় কষ্ট না পায়। আজ বহুতালি গ্রাম পঞ্চায়েত এলাকা গিয়েছিলাম। খুব দ্রুত ব্লকের সমস্ত এলাকা পরিদর্শন করে অসহায়দের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হবে