HighlightNewsদেশ

‘ওপেন কোর্টরুম’ হোক, দাবি স্বয়ং বিচারপতিরই

টিডিএন বাংলা ডেস্ক : খোলা আদালতের পক্ষে সওয়াল করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। আম আদমি থাকতে পারবেন এজলাসে। তাঁদের সামনেই হবে মামলার শ‍ুনানি।

‘ওপেন কোর্টরুম’ কেন দরকার? একজন বিচারপতি কীভাবে কোনও মামলার বিচার করছেন, সে সম্পর্কে সাধারণ মানুষের মনে একটা স্পষ্ট ধারণা মিলবে। পাশাপাশি, বিচারব্যবস্থার একটা স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরাও সম্ভব হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে একজন বিচারপতির দক্ষতা সম্পর্কেও সাধারণ মানুষেরও ধারণা তৈরি হবে। বলরাম কে গুপ্তর একটি বইয়ের ভার্চুয়াল প্রকাশ অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন বিচারপতি চন্দ্রচূড়।

এর আগেও ‘ওপেন কোর্টরুম’-এর পক্ষে সওয়াল করেছিলেন বিচারপতি চন্দ্রচূড়। ‘লাইভ স্ট্রিমিং’-এর কথা বলেছিলেন তিনি। বিচারপতি চন্দ্রচূড় বলেন, একজন বিচারপতির দক্ষতার বিচার হয় তিনি ক’টি এবং কত তাড়াতাড়ি কোনও মামলার নিষ্পত্তি করছেন, তার উপর। কিন্তু, আদালত কক্ষের চার দেওয়ালের মধ্যে কী ঘটছে, একজন বিচারপতি কীভাবে কোনও মামলার বিচার করছেন, তা জানার সুযোগ সাধারণ মানুষ পায় না। তাই, বিচার প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা বাড়ানোর ক্ষেত্রে ‘ওপেন কোর্টরুম’ ব্যবস্থা খুবই জরুরি ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে দলাই লামার একটি মন্তব্য উদাহরণ হিসেবে টেনেছেন বিচারপতি চন্দ্রচূড়। বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা একবার বলেছিলেন, স্বচ্ছতার অভাব অবিশ্বাস ও নিরাপত্তাহীনতার জন্ম দেয়। তাই, সমগ্র বিচার প্রক্রিয়াকে সাধারণ মানুষের কাছে আরও বেশি বিশ্বাসযোগ্য করে তোলার জন্য ‘ওপেন কোর্টরুম’-দরকার।

Related Articles

Back to top button
error: