HighlightNewsরাজ্য

তৃণমূল নেত্রীকে নগ্ন করে মার! অভিযোগ বিজেপির বিরুদ্ধে, বিজেপির যুব নেতাকে কোপানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ক্রমশ্য হিংসাত্মক হচ্ছে বঙ্গ রাজনীতি! 

টিডিএন বাংলা ডেস্ক: এক তৃণমূল নিত্রীকে বাড়িতে ঢুকে প্রায় নগ্ন করে বর্বর ভাব মারধরের অভিযোগ উঠল বিজেপির এক নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের রতনটোলা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন তার পরিবারের সদস্যরা। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি আবার বর্তমানে বিজেপির পঞ্চায়েত সদস্য। আর নির্যাতিত মহিলা তৃণমূলের প্রাক্তন উপ-প্রধান। যদিও সমস্ত অভিযোগ মিথ্যা রটনা ও বিজেপিকে বদনাম করার চেষ্টা বলে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব।

অন্যদিকে ওই একই দিনে বিজেপির এক যুব নেতাকে অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অপচেষ্টা অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে। ভয়াবহ অসুস্থ অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। সদ্য সমাপ্ত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে সুজিত সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। যদিও তৃণমূল কংগ্রেসের নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন।

তবে এটাই প্রথম নয়, বরং বিগত কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গের রাজনীতি ধীরে ধীরে উত্তপ্ত ও হিংসাত্মক হয়ে উঠছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রতিটি নির্বাচনের সময়ই নিয়ম করে চলছে মৃত্যু মিছিল আর রক্তের হোলি।

Related Articles

Back to top button
error: