বিধানসভা ভোটের আগে বড় চমক, সপার হাত ধরলেন মুলায়ম ঘনিষ্ঠ অম্বিকা চৌধুরী

টিডিএন বাংলা ডেস্ক : সামনেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগেই বড়োসড়ো চমক সমাজবাদী পার্টিতে। অখিলেশ যাদবের হাত ধরে দলে ফিরলেন একদা মুলায়ম ঘনিষ্ঠ অম্বিকা চৌধুরী। পাশাপাশি দলে যোগ দিয়েছেন বাহুবলী নেতা মুখতার আনসারির ভাই সিগবাতুল্লাহ আনসারি।

মতানৈক্যর জেরে ২০১৭ সালে অপ্রত্যাশিতভাবে সপা ছেড়ে মায়াবতীর দলে যোগ দিয়েছিলেন অম্বিকা। সেই সময় অখিলেশ-মুলায়ম দ্বন্দ্ব দলের অন্দরে অস্থিরতা তৈরি করেছিল। জুন মাসে তিনি বসপা ছাড়েন। এরপরই পুরনো দলে ফিরে আসার সিদ্ধান্ত নেন। অখিলেশের উপস্থিতিতে দলে যোগ দেন তিনি। পুরনো দলে ফিরে বেশ কিছুটা আবেগঘন হয়ে পড়েন অম্বিকা।

এ প্রসঙ্গে অম্বিকা চৌধুরীর কোনও প্রতিক্রিয়া পাওয়া না গেলেও অখিলেশ বলেন, “অম্বিকাজি খুবই আবেগঘন হয়ে পড়েছেন। তিনি কথা বলতে চাইছেন না। তবে এটা বোঝা যাচ্ছে যারা দল ছেড়েছেন তাদের কতটা কষ্ট ও সমস্যায় পড়তে হয়েছে। অন্যদিকে গ্যাংস্টার আনসারির ভাই সিখবাতুল্লাহ আনসারি প্রাক্তন বিধায়ক। সপা শিবিরের যোগদান প্রসঙ্গে উত্তরপ্রদেশের আইনমন্ত্রী ব্রজেস পাঠক বলেন, যে কোনও ভাবেই হোক অখিলেশ ক্ষমতা দখল করতে চাইছেন। তাদের যে কোনও নীতি নেই তা বুঝতে পারছেন রাজ্যের মানুষ। এর পাশাপাশি বিজেপির অভিযোগ, বরাবরই বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সঙ্গে সম্পর্ক রাখে সমাজবাদী পার্টি। এটাই ওদের আসল মুখ।