HighlightNewsদেশ

যোগীর হাত ছেড়েছেন আগেই এবার অখিলেশের নৌকায় সওয়ার মন্ত্রী দারা সিং

টিডিএন বাংলা ডেস্ক : কদিন আগেই উত্তরপ্রদেশের বিজেপির সরকারের মন্ত্রী দারা সিংহ চৌহান দল ছাড়ার ঘোষণা দিয়ে ছিলেন। একইসঙ্গে উত্তরপ্রদেশের বিজেপির সরকারের অপর দুই মন্ত্রীও পদত্যাগ করেছিলেন মন্ত্রিসভা থেকে। তবে তারা সমাজবাদী পার্টিতে যোগ দিলেও দারা সিং কোনো দলেই যোগ দেননি। ফলে তিনি কোন দলে যোগ দিবেন তা নিয়ে কৌতুহল ছিলই। এবার তিনিও সমাজবাদী পার্টিতে যোগ দিলেন। দারা সিংহ সমাজবাদী পার্টিতে যোগ দিয়ে বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, “সবকা সাথ সবকা বিকাশ-এর কথা বলে এই সরকার ২০১৭ সালে উত্তরপ্রদেশে ক্ষমতায় আসে। দেখা যাচ্ছে সবার সাহায্য এরা নিল ঠিকই, কিন্তু বিকাশ হল হাতে গোনা কিছু মানুষের। বাকিদের খুবই খারাপ ভাবে রাস্তায় ছেড়ে দেওয়া হল।” একইসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, “সমাজের পিছড়ে বর্গ, দলিত, কৃষক, মজদুর, যুবাশক্তি সবাইকে ঠকানো হয়েছে।”

তিনি আরও বলেন, “সমাজের যাঁরা পিছিয়ে পড়া মানুষ, তাঁদের প্রতি এই সরকারের মনোভাব আমাকে দুঃখ দিয়েছে।”

এছাড়া এদিন সমাজবাদী পার্টিতে যোগ দিলেন আপনা দলের বিধায়ক আর কে বর্মাও। এদিন অখিলেশ যাদব দারা সিং চৌহান ও আর কে ভর্মাকে স্বাগত জানান। এরপর সাংবাদিক বৈঠকে গেরুয়া শিবিরকে কটাক্ষ করে অখিলেশ বলেন— “লোহা গরম থাকতে থাকতেই আঘাত করতে হয়!” তিনি আরও বলেন, “এই লড়াই দিল্লি ও লখনউয়ের ডবল ইঞ্জিন সরকারের সঙ্গে। ওরা (বিজেপি) কেবল বিভেদের রাজনীতি করেছে। আমাদের পাখির চোখ উন্নয়ন।”

অন্যদিকে রবিবারেই বিজেপিত যোগ দিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন পুলিশ আধিকারিক অসীম অরুণ। এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর অখিলশের এসপি-কে কটাক্ষ করে বলেন, “যারা দাঙ্গা করে তারা সমাজবাদী পার্টিতে যায়, যাঁরা দাঙ্গাকারীদের ধরে শাস্তি দেয় তাঁরা বিজেপিতে যোগ দেন।”

Related Articles

Back to top button
error: