HighlightNewsদেশ

বেকারত্বের জ্বালায় শুরু করেন ভিক্ষা, ৫৭ বছর বয়সে পেলেন চাকরির নিয়োগপত্র! ভিক্ষার পাত্র হাতে কেঁদে ফেললেন কেদারেশ্বর

টিডিএন বাংলা ডেস্ক: দু’বার শিক্ষক নিয়োগের পরীক্ষা দেওয়ার পর তৃতীয়বার উত্তীর্ণ হন চাকরির পরীক্ষায়। তারপর ইন্টারভিউয়ের ডাক আসে। সেই ইন্টারভিউতেও পাশ করেন তিনি। কিন্তু তারপরেও পাননি নিয়োগপত্র। বেকারত্বের জ্বালায় চাকরির খোঁজে ঘুরেছেন দারে দারে। ইনকামের কোনো রাস্তা না মেলায় খেয়ে না খেয়ে কেটেছে অনেক দিন। অবশেষে অভাবের তাড়নায় আত্মসম্মান ভুলে হাতে তুলে নিয়েছিলেন ভিক্ষার পাত্র। দেখতে দেখতে কেটে গিয়েছে জীবনের বসন্তকাল। যৌবন কাল পেরিয়ে এখন পৌচেছেন বার্ধক্যে। আর সেই বার্ধক্যে এসে শেষ পর্যন্ত এলো তাঁর সেই স্বপ্নের নিয়োগপত্র। তবে তাঁর হাতে যখন নিয়োগপত্র আসলো, তখন তাঁর মাথার সবকটা চুল পেকে হয়েছে সাদা। শত বাঁধা, শত অপমান ও কষ্ট সহ্য করে জীবনের শেষ লগ্নে এসে সেই স্বপ্নের নিয়োগপত্র হাতে নিয়ে কেঁদে ফেললেন তিনি।

জানা গিয়েছে, এই ব্যক্তির নাম কেদারেশ্বর রাও। তিনি অন্ধ্রপ্রদেশের পাথাপত্তনমের পেড্ডা সিধি এলাকার বাসিন্দা। বর্তমানে তাঁর বয়স ৫৭ বছর। ৩৩ বছর বয়সে তিনি শিক্ষক নিয়োগের পরীক্ষায় পাস করেন তারপর কেটে গিয়েছে ২৪টি বছর।

Related Articles

Back to top button
error: