টিডিএন বাংলা ডেস্ক: আগামীকাল দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করা হবে নন্দীগ্রামে। মমতা বনাম শুভেন্দুর এই লড়াইয়ে ভোট যাতে অবাধ এবং শান্তিপূর্ণ হয়, তা নিশ্চিত করতে মরিয়া নির্বাচন কমিশন। নন্দীগ্রামে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে ১৭টি গ্রাম পঞ্চায়েতের ৩৫৫টি বুথকে স্পর্শকাতর বুথ করা হয়। গোটা বিধানসভা জুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। বুধবার সন্ধে ৬টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা।
কোনওরকম জমায়েত করা যাবে না। পাঁচ জনের বেশি একসঙ্গে থাকা যাবে না। দু’টোর বেশি বাইক একসঙ্গে বেরোলে গ্রেপ্তার করা হবে।