সংক্রমণের বেনজির তাণ্ডব, আক্রান্ত প্রায় ১ লক্ষ ৬০ হাজার

ছবি সংগৃহীত

টিডিএন বাংলা ডেস্ক : বেলাগাম সংক্রমণ। করোনার থার্ড ওয়েভ। কার্যত সুনামির মতো আছড়ে পড়েছে দেশে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত প্রায় ১ লক্ষ ৬০ হাজার। পাল্লা দিয়ে বেড়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। শনিবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৬২৩।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২ জন আক্রান্ত হয়েছেন। দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ৫ লক্ষ ৯০ হাজার ৬১১। যা আগের দিনের থেকে প্রায় ১ লাখ ১৮ হাজার বেশি। দেশে করোনার দৈনিক পজিটিভিটি রেট বেড়ে ১০.২১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩২৭ জনের। সব মিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৮৩ হাজার ৭৯০। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৪০ হাজার ৮৬৩ জন। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, দেশে এখনও পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৩ কোটি ৪৪ লক্ষ ৫৩ হাজার ৬০৩ জন।

দেশে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। শনিবার পর্যন্ত দেশে করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ হাজার ৬২৩। মহারাষ্ট্রেই এখনও পর্যন্ত সর্বাধিক ওমিক্রন আক্রান্তের হদিশ মিলছে। মারাঠাভূমে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ১০০৯। মহারাষ্ট্র আরও জোরদার করা হয়েছে বিধি নিষেধ। আন্তঃরাজ্য উড়ানে ডবল ভ্যাক্সিনেশন সার্টিফিকেট এবং উড়ানের ৭২ ঘণ্টা আগে আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত মহারাষ্ট্রে নাইট কারফিউ। তবে লোকাল ট্রেন এখনই বন্ধ হচ্ছে না। ডবল ডোজ টিকা ছাড়া গণপরিবহনে যাতায়াত করা যাবে না। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের স্পষ্ট বক্তব্য, লকডাউনে সংক্রমণ কমবে না। মানুষকে কোভিড বিধি মানতে বাধ্য করতে হবে।

সতর্ক তামিলনাড়ুও। আজ সেখানে পূর্ণ লকডাউন। শুধু আজ নয়, প্রত্যেক রবিবার পূর্ণ লকডাউন এবং বাকি দিন রাত ১০ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ জারি থাকবে। পিছিয়ে দেয়া হয়েছে পোঙ্গল সহ সমস্ত উৎসব।