রাজ্যপালের আমন্ত্রণে দার্জিলিং রাজভবনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা!

টিডিএন বাংলা ডেস্ক: জিটিএ চেয়ারম্যানের শপথগ্রহণ অনুষ্টানে অংশ নিতে দার্জিলিং সফরে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখানে রাজ্যপালের আমন্ত্রণে সারা দিয়ে দার্জিলিং রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। এদিকে একই সময়ে বাংলার রাজ্যপালের আমন্ত্রণে রাজভবনে আসেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। রাজ্যপালের বদৌলতে সাক্ষাৎ হল দুই প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রীর।

ঠিক কি নিয়ে কথা হয় দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর তা এখনও জানা যায়নি। তবে অনেকে মনে করে ছিলেন বিজেপি-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর প্রতি তৃণমূলের সমর্থনের আবেদন নিয়েই হিমন্ত কথা বলতে পারেন মমতার সঙ্গে। কিন্তু রাজভবন থেকে ফিরে মমতা সেই জল্পনা উড়িয়ে দেন। তিনি দাবি করেন, এটি আসলে সৌজন্যমূলক সাক্ষাৎকার ছিল। রাজনীতি নিয়ে কোনও কথাই হয়নি এদিন। তাঁর ভাষায়, ‘‘একটু চা আর একটা বিস্কুট খেলাম। রাজনীতির কোনও আলোচনাই হয়নি। এটা একেবারেই সৌজন্যমূলক সাক্ষাৎ।’’ পাশাপাশি তিনি বলেন, ‘‘আজকে উনি আমায় অসমের উত্তরীয় দিয়েছেন, আমিও বাংলার উত্তরীয় দিলাম।’’

তবে রাজনীতি নিয়ে আলোচনা না হলেও তিনি দুই রাজ্যের মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, ‘‘বাংলার অনেকে অসমে থাকেন। আবার অসমের অনেকে বাংলায় থাকেন। আমাদের সীমান্ত রাজ্যও। তাই কখনও যদি দরকার হয় তার জন্য দুই সরকারের মধ্যে যোগাযোগ রাখাটা তো দরকার।’’