Highlightখেলা

টি-২০ বিশ্বকাপের ফাইনালে আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা

টিডিএফ বাংলা ডেস্ক : দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আমন্ত্রণ পেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, আইসিসির তরফ থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে এই আমন্ত্রণ জানানো হয়েছে। ১৪ নভেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ফাইনাল।

সূত্রের খবর, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় মমতাকে ওই বিশেষ ম্যাচটির জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তবে মুখ্যমন্ত্রী সেই বিশেষ আমন্ত্রণে সাড়া দিয়ে সেখানে উপস্থিত থাকতে পারবেন কীনা, তা জানা যায়নি। আজ তিনি গোয়া যাচ্ছেন। সেখানে বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর। সেগুলি শেষ করে কলকাতায় ফিরবেন তিনি। এরপরই স্পষ্ট হতে পারে দুবাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন কীনা।

খেলার ময়দানে মমতার উপস্থিতি নতুন নয়। ২০১৭ সালে অনুর্ধ ১৭ বিশ্বকাপ ফুটবল ফাইনাল ম্যাচটি কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হয়েছিল। সেখানে ছিল তাঁর উজ্জ্বল উপস্থিতি। কলকাতার নাইট রাইডার্স এর খেলাও দেখতে গিয়েছিলেন তিনি। তবে দেশের বাইরে নিয়ে খেলা দেখার আমন্ত্রণ এই প্রথমবার। উল্লেখ্য, এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। সহযোগী আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরশাহী। দেশের করোনা পরিস্থিতির জন্য সেদেশে ম্যাচ করাতে বাধ্য হয়। এখন দেখার মহারাজের আমন্ত্রণে ফাইনাল ম্যাচ দেখতে দুবাই যান কীনা বাংলার মুখ্যমন্ত্রী।

Related Articles

Back to top button
error: