টিডিএন বাংলা ডেস্ক: রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে চলতে থাকা সংঘর্ষ পশ্চিমবঙ্গে কোন নতুন বিষয় নয়। প্রায় প্রতিদিনই রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে টুইটারে সরব হন রাজ্যপাল জাগদীপ ধনখড়। বুধবার দুপুরে কালিম্পং এর সাংবাদিক বৈঠক করার আগে ফের টুইট করে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রশাসনিক উদাসীনতার অভিযোগে সরব হলেন তিনি। জগদীপ ধনখড়ের অভিযোগ, রাজ্য সরকারের প্রশাসনিক উদাসীনতার কারণে কেন্দ্রের অর্থসাহায্য পাচ্ছেন না বাংলার কৃষকরা। তার অভিযোগ, রাজ্যের প্রতিটি কৃষককে কেন্দ্রের দেওয়া ১২০০০ টাকা সরাসরি তাদের ব্যাংক একাউন্টে পৌঁছচ্ছে না। এভাবে মোট ৮,৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
শুধু তাই নয়, অপর একটি টুইটে মুখ্য সচিব এবং ডিজিপির বিরুদ্ধেও সরব হয়েছেন। রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ করপুরকায়স্থ এবং রিনা মিত্রের নাম উল্লেখ করে রাজ্যপালের অভিযোগ এরা প্রত্যেকেই মমতা সরকারের আমলে নিয়ম ভাঙছেন এবং নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করছেন।
Would not ‘fiddle’ in office with Governance @MamataOfficial getting unconstitutional & rule of law norms are in flames.
Concerned at silence of CS and DGP @WBPolice on enquiry against Gyanwant IPS; role #SSAPurkayastha #RinaMitra !
Why CS and DGP suffering extra legal bossism!
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 25, 2020