টিডিএন বাংলা ডেস্ক: এনডিএ’র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়। শনিবার সন্ধ্যায় কার্যত চমক দিয়েই জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
বিজেপির সংসদীয় দলের বৈঠকে সিদ্ধান্ত ফাইনালের পর জগদীপ ধনকরের নাম ঘোষণা করে সাংবাদিক সম্মেলন করে জেপি নাড্ডা বলেন, ‘কৃষক-পুত্র জগদীপ ধনকড় এনডিএ’র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী’।