HighlightNewsরাজ্য

চলে গেলেন বাঙালি ইতিহাসবিদ ব্রজদুলাল চট্টোপাধ্যায়

টিডিএন বাংলা ডেস্ক: চলে গেলেন বাঙালি ইতিহাসবিদ ব্রজদুলাল চট্টোপাধ্যায়। তবে রেখে গিয়েছেন বাংলা তথা ভারতীয় ইতিহাসচর্চায় তাঁর অনবদ্য অবদান। বিশেষ করে প্রাচীন এবং আদি-মধ্যযুগীয় ইতিহাসচর্চায় তাঁর অবদান অনস্বীকার্য। পাশাপাশি সামাজিক এবং অর্থনৈতিক ইতিহাসচর্চাতেও তিনি যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিয়ে ছিলেন। কিন্তু প্রকৃতির নিয়মে সব কিছুরই একটা শেষ আছে। তাই তিনিও তাঁর সৃষ্টিকে রেখে চলে গেলেন না ফেরার দেশে।

জানা গিয়েছে, বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন ইতিহাসবিদ ব্রজদুলাল চট্টোপাধ্যায়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই বুধবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ, বঙ্গীয় ইতিহাস সমিতি-সহ বিভিন্ন সংগঠন।

উল্লেখ্যে, প্রেসিডেন্সি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ব্রজদুলাল চট্টোপাধ্যায় ইতিহাসের বিভিন্ন ধারায় পাণ্ডিত্য দেখালেও হিস্টরিক্যাল জিয়োগ্রাফি এবং রাষ্ট্র ব্যবস্থার ইতিহাসচর্চায় তাঁর গবেষণা চির স্মরণীয় হয়ে থাকবে। আদি-মধ্যযুগীয় পর্বে তাঁর ‘সুসংহত রাষ্ট্র ব্যবস্থার’ ধারণাও ইতিহাসচর্চাকে সমৃদ্ধ করেছে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী বর্ধমান বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মধ্য দিয়ে তার শিক্ষক জীবনের সূচনা করেন। যদিও পরবর্তীতে তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। জীবনের শেষ লগ্নে এসে ইতিহাসের বিকৃতির যে প্রচেষ্টা শুরু হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ছিলেন তিনি।

Related Articles

Back to top button
error: