নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিল, চলমান কৃষক আন্দোলনকে সমর্থনে, কৃষি আন্দোলনের সমর্থনে যাওয়া এনআরসি বিরোধী শাহীনবাগের দাদিকে আটকের নিন্দা ও অমানবিক শ্রম কোড বাতিলের দাবি সহ নানান দাবি নিয়ে ভাঙড়ে ধর্ণা মঞ্চ করলো ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। দক্ষিণ ২৪ পরগণা জেলার ভাঙড় বিধানসভার ভোজের হাঁটে ওয়েলফেয়ার পার্টির উদ্যোগে আয়োজিত এই ধর্ণামঞ্চে সামিল হন পার্টির রাজ্য সভাপতি মনসা সেন, রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যদ্বয় জালালউদ্দিন আহমেদ, শাহজাদী পারভীন, ব্লক সভাপতি আবু জাফর মোল্লা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন ফ্যাসিস্ট এবং অগনতান্ত্রিক শক্তির সংবিধান ধ্বংসের চক্রান্তের প্রতিবাদ সহ শিশু, নারী, সংখ্যালঘু, আদিবাসী ও পিছিয়ে পড়া শ্রেণীর প্রতি মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে সরব হন পার্টির নেতৃবৃন্দ।