ভারতমালা প্রকল্প বন্ধ বাংলায়, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ
টিডিএন বাংলা ডেস্ক : দেশের হাইপ্রোফাইল জাতীয় সড়ক প্রকল্প। আর সেই ভারতমালা প্রকল্প বাদ পড়েছে বাংলা। ফলে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলায় এই প্রকল্পে জমি অধিগ্রহণের যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল আপাতত তার গুরুত্ব থাকছে না বলে জানিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
অটল বিহারি বাজপেয়ির আমলের সোনালি চতুর্ভুজ প্রকল্পের পর মোদি জমানায় বড় সড়ক প্রকল্প ভারত মালার পরিকল্পনা হয়। এই প্রকল্প দেশের সীমান্ত রাজ্যগুলিকে ছুয়ে যাওয়ার কথা। সেই অনুযায়ী জমি অধিগ্রহণের জন্য ২০১৭ সালে বিজ্ঞপ্তি জারি হয়। আর এই জমি অধিগ্রহণ নিয়ে শুরু হয় ক্ষোভ-বিক্ষোভ। মামলা হয় হাইকোর্টে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বরাবরই জানিয়েছে জোর করে রাজ্য জমি নেবে না। ওই মামলায় জাতীয় সড়ক বিভাগ জানায়, জমি নেওয়া হচ্ছে না। আদালতে জাতীয় সড়ক কর্তৃপক্ষের বক্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
শাসকদল তৃণমূল বঞ্চনার অভিযোগ তুলেছে। সংসদ শান্তনু সেন বলেন, গোটা দেশকে সড়কপথে একসঙ্গে যোগ করতে চেয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। তিনি মমতা বন্দোপাধ্যায়ের বাড়িতে এসে তাঁর মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। বর্তমান মোদি সরকার সেই বাংলাকেই বঞ্চিত করছে। বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলেছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও।