HighlightNewsরাজ্য

মজুরী বাড়ার দিন থেকেই বন্ধ একাধিক কোম্পানির বিড়ি! বেজায় ক্ষুব্ধ বিড়ি শ্রমিকরা

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা: পূর্ব ঘোষণা মতো আজ ২৫ শে অক্টোবর থেকেই বৃদ্ধি পেলো বিড়ির মজুরী। সোমবার থেকেই ১৫২ টাকা থেকে ২৬ টাকা মজুরী বেড়ে ১৭৮ টাকা মজুরী কার্যকর হয়ে গেলো। যার ফলে খুশির হাওয়া বইছিল মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের মনে। কিন্তু মাস খানেক আগেই বিড়ির মজুরী বৃদ্ধির খবরে আগেভাগেই বিড়ি স্টকেজ করে নিয়ে মজুরী বৃদ্ধির দিন থেকেই বিড়ি বন্ধ করলো একাধিক কোম্পানি। অনির্দিষ্টকালের জন্য পাতা তামাক জমা করা হয়েছে। ফলে প্রথমদিকে বিড়ির মজুরী বৃদ্ধিতে আশার সঞ্চার হলেও বিড়ি বন্ধে রীতিমতো ক্ষুব্ধ আমজনতা। বিড়ি শ্রমিকদের দাবি, পুজোর মধ্যেও লাগাতার বিড়ি বাঁধানো সহ সমস্ত উৎসব উপেক্ষা করে বিড়ি স্বাভাবিক রেখে স্টকেজ করেছে বিড়ি কোম্পানিগুলো। আর মজুরী বৃদ্ধির আগের দিনে বেশিরভাগ কোম্পানি পাতা তামাক ছাড়েনি। ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির মাঝেই বিড়ি বন্ধে চরম দুর্ভোগে জঙ্গিপুর মহুকুমার কয়েক লক্ষ বিড়ি শ্রমিক। অবিলম্বে বিড়ির ন্যায্য মজুরী প্রদানের পাশাপাশি বিড়ি শিল্প স্বাভাবিক করার দাবি জানিয়েছেন শ্রমিকরা।

উল্লেখ করা যেতে পারে, জঙ্গিপুর ও সামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্বাচনের আগে বিড়ি শিল্পের ট্রেড ইউনিয়ন ও মার্চেন্ট অ্যাসেসিয়েশনের দ্বিপাক্ষিক আলোচনা সভায় বিড়ির মজুরি হাজার প্রতি ২৬ টাকা বৃদ্ধি করা হয়। ফলে বর্তমান মজুরী ১৫২ টাকা থেকে ১৭৮ টাকায় পৌঁছায়। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী ২৫ শে অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা মজুরী। রবিবারই শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে মাইকিং করে বিড়ি মজুরী বৃদ্ধির কথা জানানো হয়েছে বিড়ি শ্রমিকদের। বিড়ির পর্যাপ্ত মজুরী না দিলে কড়া ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগেরও আহব্বান জানানো হয়েছে ইউনিয়নের পক্ষ থেকে। বেশ কিছুদিন পর হলেও মজুরী বৃদ্ধি পাওয়ায় প্রথমদিকে বিড়ি শ্রমিকরা খুশি হলেও বিড়ি বন্ধে ফের বিপাকে শ্রমিকরা।

Related Articles

Back to top button
error: