ভোটের আগে বিরাট চমক, পেট্রোল-ডিজেলের শুল্ক কমাচ্ছে কেন্দ্র

টিডিএন বাংলা ডেস্ক : ভোটের আগে মাষ্টারস্ট্রোক দিল কেন্দ্র। পেট্রোল এবং ডিজেলের আবগারি শুল্ক কমাল কেন্দ্র। প্রতি লিটার পেট্রোলে আবগারি শুল্ক কমানো হল পাঁচ টাকা। ডিজেলের ক্ষেত্রে ১০ টাকা ছাড় দেওয়া হয়েছে। বুধবার মধ্যরাত থেকেই সেই নয়া নিয়ম কার্যকর হতে চলেছে।

গত কয়েক দিনে পরপর দাম বেড়েই চলেছিল তরল সোনার। ১০০ পার করে ফেলেছিল পেট্রোল ও ডিজেলের দাম। দেশের প্রায় সব শহরেই ১১০ পেরিয়েছে এক লিটার পেট্রোলের দাম। ডিজেলের দাম লিটার প্রতি ১০০ পার করেছে। যার জেরে ভাড়া বাড়ছিল বাসের। এমনকী সবজিরও দাম বাড়ছিল চড়চড়িয়ে। এই অবস্থায় বড় স্বস্তি দিল কেন্দ্র। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা উৎপাদন শুল্ক কমাল কেন্দ্র। যার জেরে উৎসবের মরশুমে একধাক্কায় অনেকটা দাম কমতে চলেছে পেট্রোপণ্যের। পাশাপাশি রাজ্যগুলির কাছে দুই পেট্রোপণ্যের উপর ভ্যাট কমানোর আর্জিও জানিয়েছে অর্থমন্ত্রক।

তবে এর পেছনে অন্য গন্ধ পাচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ১৩ রাজ্যের উপনির্বাচনে বড়সড় ধাক্কা খায় বিজেপি। হরিয়ানায় হাতছাড়া হয় বিধানসভা আসন। এদিকে দাদরা নগর হাভেলি এবং হিমাচলের লোকসভার আসনও হাতছাড়া হয় বিজেপির। নতুন বছর পড়লেই ৫টি রাজ্যে বিধানসভা ভোট। সেই সব দিক মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিল সরকার বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।