টিডিএন বাংলা ডেস্ক : ভারতেও এবার ঢুকে পড়ল ওমিক্রন। করোনার এই নতুন সংক্রমণে আক্রান্ত কর্নাটকের ২ ব্যক্তি। একজনের বয়স ৬৬ ও অন্যজনের বয়স ৪৬। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। করোনা আক্রান্ত ২ ব্যক্তির জিনোম সিকোয়েন্সিংয়ের পর জানা যায়, তাঁরা ওমিক্রনে আক্রান্ত। এই দুজনের সংস্পর্শে যারা এসেছেন, তাদের খোঁজ চলছে। এদিন এমনই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব লব আগরওয়াল।
আশঙ্কা ছিল। এবার সেই আশঙ্কাই সত্য প্রমানিত হল। কর্নাটকে ধরা পড়ল ২ ওমিক্রন আক্রান্ত ব্যক্তি। আক্রান্ত ২জন কোথা থেকে এসেছেন, সেই প্রসঙ্গে কোনও তথ্য জানায়নি স্বাস্থ্য মন্ত্রক। লব আগরওয়াল জানান, ব্যক্তিগত গোপনীয়তার কারণে সেই তথ্য জানানো হচ্ছে না। তবে তিনি দেশবাসীকে সাবধানতা অবলম্বন করতে পরামর্শ দিয়েছেন। পাশাপাশি কোভিড বিধি মেনে চলার কথাও বলেছেন। ওমিক্রন নিয়ে সম্প্রতি বিশ্বকে সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ১২টি দেশকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়। সেই সচেতন বার্তার কয়েকদিন যেতে না যেতেই ভারতেও সন্ধান মিলল ওমিক্রনে আক্রান্ত ব্যক্তির। স্বাস্থ্য মন্ত্রকের সাংবাদিক বৈঠকে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের (আইসিএমআর) ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব জানান, ”৩৭ টি ল্যাবের যে কনসর্টিয়াম তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আতঙ্ক তৈরি করতে চাই না। করোনা ভাইরাস সুরক্ষা বিধি মেনে চলার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ওমিক্রনকে জব্দ করতে বুস্টার ডোজের প্রয়োজন আছে কীনা, তা নিয়ে আলোচনা সারে নীতি আয়োগ। বিজ্ঞানীরা বলেছেন, এখনই বুস্টার ডোজের দরকার নেই। যদিও সেই একইসঙ্গে পরামর্শ দেওয়া হয়, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার।