টিডিএন বাংলা ডেস্ক : এক মাসের মধ্যে রাস্তায় আরও বাসের সংখ্যা কমবে। কারণ বুধবারের বৈঠকে রাজ্য সরকার গণপরিবহণকে খারাপ অবস্থা থেকে বের করে আনতে এক মাস সময় চেয়েছে। এই সময়ের মধ্যে বাস মালিকদের আয় কীভাবে বাড়বে, তা নিয়ে কোনও সমাধান বেরোয়নি। জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। কিন্তু এতেও দীর্ঘমেয়াদি সমাধান দেখতে পাচ্ছেন না বাস মালিকরা। এরফলে রাস্তায় বাসের সংখ্যা কমবে বলে আশঙ্কা করা হচ্ছে।
কলকাতা ও সংলগ্ন এলাকায় রোজ গড়ে আড়াই তিন হাজার বাস চলে। কিন্তু বাস মালিকদের আয় না বাড়লে আগামী এক মাসের মধ্যে এর অন্তত ১০% বাস রাস্তায় নামবে না বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে যদি ২৫০-৩০০ বাস কমে যায়, তাহলে সাধারণ মানুষ আরও সমস্যায় পড়বেন। বহু রুটে বাসের সংখ্যা এমনিতেই কমে গেছে। যেমন কে সিক্স, কে সেভেনের মতো রুট এখন প্রায় বন্ধ। অথচ ওই রুটগুলির প্রত্যেকটিতে একসময় ২৮-৩০ টি বাস চলত।
অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, “সরকারি বাস ভর্তুকি পায়। আমরা সেটা পাই না। আমাদের মূল দাবি ছিল আয় বৃদ্ধি। যদি আয় না বাড়ে, তাহলে কোন ভরসায় বাস রাস্তায় নামাব?” বুধবার বাস মালিকদের সঙ্গে রাজ্য সরকারের আলোচনায় আয় কীভাবে বাড়বে, সেই দিকটি উপেক্ষিতই থেকেছে। সেইজন্য আগামী দিনে সাধারণ যাত্রীরা বাসের অভাবে রাস্তায় আরও সমস্যায় পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।