HighlightNewsরাজ্য

সিপিএম আমলে বার্থ সার্টিফিকেট তৈরিতে দুর্নীতির অভিযোগ মুখ্যমন্ত্রীর, তদন্ত করে তথ্য প্রকাশ্যে আনার পাল্টা চ্যালেঞ্জ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের

টিডিএন বাংলা ডেস্ক: বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএমের রাজ্যসভায় সাংসদ ও হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম আমলে বার্থ সার্টিফিকেট তৈরিতে দুর্নীতির অভিযোগের পাল্টা হিসাবে বলেন, “আমার একটি নির্দিষ্ট প্রস্তাব আছে। একটি কমিটি গঠন করা হোক এবং এই কমিটির চেয়ারপার্সন করা হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই কমিটি আগামী দুই সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় তদন্ত করে সঠিক তথ্য প্রকাশ করুক। আর এটা করা হলে তিনি এক হাঁড়ি রসগোল্লা খাওয়াবেন বলে জানান। আর তা না করতে পারলে এদের পাগলা গারদে যাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। এই প্রস্তাবে তৃণমূল রাজি আছে কিনা তাও তিনি জানতে চান। তিনি আরও বলেন, এই তদন্ত হলে তিনি কোন ডিফেন্ড করতে যাবেন না। শুধুমাত্র রাজ্য সরকারের কাছে যে তথ্যগুলো আছে বার্থ সার্টিফিকেট দুর্নীতি সম্পর্কে সেই তথ্য গুলি তাঁরা প্রকাশ্যে আনুক। তৃণমূল নেতাদের কথার কোনো বাস্তব ভিত্তি নেই বলে মন্তব্য করেন তিনি।

অবশ্য এদিন তৃণমূল কংগ্রেসের ২১শে জুলাইয়ের শহীদ দিবসের মহাসমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়েছিলেন যে, সিপিএমের আমলে যাদেরকে বার্থ সার্টিফিকেট দেয়া হয়েছিল তারা কি আদৌ সেই সার্টিফিকেট পাওয়ার যোগ্য? অথচ এরা এমন ভাব করে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না।

Related Articles

Back to top button
error: