২৬ নভেম্বর ধর্মঘটের সমর্থনে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাইক মিছিল ওয়েলফেয়ার পার্টির

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: আগামী ২৬ নভেম্বর কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের ডাকে ধর্মঘটের সমর্থনে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাইক মিছিল করলো ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বিধানসভায় মোটর সাইকেল মিছিল করে পার্টির নেতৃবৃন্দ। মিছিলে অংশগ্রহণ করেন রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান, রাজ্য ওয়ার্কিং কমিটির সদস্য মির্জা নুরুল হাসান, তমলুক মহকুমা সভাপতি আমিনুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অন্যদিকে এদিন দক্ষিণ ২৪ পরগণা জেলার ঢোলাহাটে বাম-কংগ্রেসের যৌথ সভা করে ওয়েলফেয়ার পার্টি। এসময় উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির সর্বভারতীয় সহ সভাপতি ডাঃ রইসুদ্দিন , জেলা সভাপতি জালালউদ্দিন আহমেদ, জেলা সম্পাদক কুরবান আলী লস্কর, প্রাক্তন সাংসদ মহঃসেলিম, সিপিআইএম নেতা শমীক লাহিড়ী, কান্তি গাঙ্গুলী, জাতীয় কংগ্রেসের মনোরঞ্জন হালদার সহ অন্যান্য নেতৃত্ব।