একুশের ভোট নিয়ে তৎপর বিজেপি; এবার থেকে নির্বাচন না হওয়া পর্যন্ত প্রতিমাসে রাজ্যে দুদিন থাকবেন অমিত শাহ, তিন দিন জেপি নাড্ডা

ছবি সৌজন্যে জেপি নাড্ডার ফেসবুক পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: সামনেই একুশের রাজ্য বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যে নিজেদের দলের জয় সুনিশ্চিত করতে গতকালই বাংলাকে পাঁচটি জোনে ভাগ করে পাঁচজন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দিয়েছে বিজেপি। গতকাল এই দায়িত্ব পাওয়ার পর আজ সকাল থেকেই সাজু সাজু রব শুরু হয়ে গেছে বঙ্গ বিজেপির অন্দরমহলে। দুর্গাপুরে বিজেপির একটি সাংগঠনিক বৈঠক করবেন রাঢ়বঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিনোদ সোনকর। হাওড়ার উলুবেড়িয়ায় দলীয় সাংগঠনিক বৈঠক করবেন গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ত্রিপুরায় বিজেপির জয়ের কারিগর তথা বিজেপির কেন্দ্রীয় সম্পাদক সুনীল দেওধর। নবদ্দীপ জোনের দায়িত্বপ্রাপ্ত বিনোদ তাওড়ে বৈঠক করবেন নদীয়ার রানাঘাট। কলকাতা জোনের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দুষ্মন্ত গৌতম বৈঠক করবেন কলকাতা পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে। শুধু তাই নয়, দলীয় সূত্রের খবর অনুযায়ী বাংলায় বিজেপির জয়ধ্বজা সুনিশ্চিত করতে এবার থেকে নির্বাচন না হওয়া পর্যন্ত প্রতি মাসে দুদিন করে রাজ্যে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তিনদিন করে থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সূত্রের খবর অনুযায়ী‍, আগামী ৩০শে নভেম্বর শিলিগুড়িতে সভা করতে পারেন অমিত শাহ। কেন্দ্রীয় নেতৃত্ব দের বিস্তারিত কর্মসূচি শীঘ্রই প্রকাশ করা হবে বিজেপির তরফ থেকে।