বিজেপি ও কংগ্রেস আপোষ করে চলে, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

টিডিএন বাংলা ডেস্ক: গোয়া সফরে আছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার সকালে গোয়ার ডোনা পাওলার ইন্টারন্যাশনাল সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন, “বিজেপি ও কংগ্রেস আপোষ করে চলে। কিন্তু আমরা চাই না ভোট ভাগাভাগি হোক। আমরা গোয়ার মানুষের জন্য কাজ করতে চাই।”
পাশাপাশি BJP-কে নিশানা করে মমতা বলেন, “গোয়ার সবকিছু রয়েছে। গোয়ার পর্যটন শিল্প একনম্বর। তাহলে গোয়ায় বেকারত্ব থাকবে কেন?” এছাড়াও তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, “দেশের সর্বত্র যাওয়ার সবার অধিকার আছে। কিন্তু, আমাকে ও আমার দলকে বাধা দেওয়া হচ্ছে। ত্রিপুরায় কারফিউ করে দিচ্ছে, মারা হচ্ছে।”

পাশাপাশি তৃণমূলনেত্রী বলেন, “আমরা নির্বাচনী ইস্তেহারে যে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তার ১০০ শতাংশ আমরা পূরণ করেছি। তার বেশিও করেছি। পশ্চিমবঙ্গে চিকিৎসা পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়।” তিনি জানান, “আমরা শিখ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ কাউকেই আলাদ চোখে দেখি না। আমরা বিয়ের ক্ষেত্রেও টাকা দিয়ে সাহায্য করি।” তিনি প্রতিশ্রুতি দেন ক্ষমতায় এলে বাংলার মতো সব প্রকল্প ত্রিপুরাতেও হবে। বঙ্গের মতোই এরাজ্যে মেয়েদের লেখাপড়া ফ্রি, পশ্চিমবঙ্গে লোকশিল্পীদের প্রতিমাসে ১০০০ টাকা পেনশন দেওয়া হয় বলেও জানান মমতা। পাশাপাশি, এদিন মমতা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেরও কথাও উল্লেখ করেন তিনি।

তিনি গোয়ার সঙ্গে বাংলার অনেক মিলের কথা উল্লেখ করে বলেন, “গোয়ার মানুষ ফুটবল ভালোবাসে, আমরাও ফুটবল ভালোবাসি। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান ছাড়া বাংলা গোয়া কোনটাই সম্ভব নয়। আপনারা মাছ পছন্দ করেন, আমরাও মাছ পছন্দ করি।”