টিডিএন বাংলা ডেস্ক: আগামী জানুয়ারি মাসের শেষ সপ্তাহ নাগাদ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অযোধ্যায় এখন জোর কদমে শেষ মুহূর্তের কাজ চলছে। লোকসভা ভোটের কয়েক মাস আগে এই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বিজেপি দেশে ‘গোধরা কাণ্ড’ (Godhra) ঘটানোর ষড়যন্ত্র করতে পারে বলে মন্তব্য করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
রাজ্যের জলগাঁওয়ে এক জনসভায় উদ্ধবের এই মন্তব্য ঘিরে তেতে উঠেছে রাজনীতি। বিজেপির জাতীয় ও রাজ্য নেতারা পাল্টা আক্রমণ শানিয়েছেন শিবসেনা নেতাকে। বিজেপির সর্ব ভারতীয় মুখপাত্র রবিশঙ্কর প্রসাদের বক্তব্য, বালা সাহেব ঠাকরের ছেলের মুখে এ কী কথা শুনলাম। রাম মন্দির আন্দোলনে তাঁর বাবা যে অন্যতম সংগঠক ছিলেন তা কি ভুলে গেলেন উদ্ধব!
প্রসঙ্গত, রাম মন্দির আন্দোলনের অংশ হিসাবেই ১৯৯২-এর ডিসেম্বরে অযোধ্যায় করসেবায় অংশ নিয়েছিলেন শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরে। সঙ্গী ছিলেন পুত্র উদ্ধব। বাবরি মসজিদ ধ্বংস মামলায় তাঁদের দু’জনেরই অভিযুক্তের তালিকায় নাম ছিল। উদ্ধব বলেছেন, রাম মন্দির উদ্বোধনের সময় সারা দেশ থেকে ট্রেনে বাসে করে ভক্তদের অযোধ্যায় নিয়ে যাওয়া হবে। লোকসভা ভোটের অঙ্কে বিজেপি ভক্তদের যাতায়াতের পথে গোধরা কাণ্ড ঘটাতে পারে।
গোধরা হল গুজরাতের একটি ছোট শহর। ২০০২-এর গুজরাত দাঙ্গার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ওই এলাকার নাম। সে বছর ফেব্রুয়ারিতে অযোধ্যা থেকে সবরমতী এক্সপ্রেসে করে ফিরছিলেন গুজরাতের কয়েকশো করসেবক। গোধরা স্টেশনে ট্রেনটি থামতে কামরার দরজা বন্ধ করে দিয়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। তাতে ৫৮ জন নিহত হন। এই ঘটনা থেকেই গুজরাতের দাঙ্গার সূত্রপাত। দাঙ্গায় প্রায় দু হাজার মানুষ মারা যান বলে খবর। উদ্ধবের বক্তব্য, ভোটের আগে বিভাজনের রাজনীতি উস্কে দিতেই বিজেপি গোধরার মতো ঘটনা ঘটাতে পারে। সবাইকে সতর্ক থাকতে হবে।
শিবসেনা নেতার এই বক্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতারা। কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের কথায়, ‘আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি মহারাষ্ট্রের নেতার মধ্যে শুভবুদ্ধি জাগ্রত হোক।’ তাঁর অভিযোগ, তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধির বিরুদ্ধে ওঠা সনাতন ধর্ম অবমাননার অভিযোগ থেকে দৃষ্টি ঘোরাতেই উদ্ধব গোধরার পুনরাবৃত্তির কথা বলেছেন। সরব হয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ শাওন্তও। সূত্র – দ্য ওয়াল