নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলাঃ গতকাল বৃহস্পতিবার সকাল সাতটা থেকে ভবানীপুর, শামসেরগঞ্জ ও জঙ্গিপুরে শুরু হয়েছে উপনির্বাচন। তবে ভবানীপুর এবারের ভবানীপুর উপনির্বাচন খুবই গুরুত্বপূর্ণ কারণ সেখানে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তিনি অভিযোগ করেন ভবানীপুর নির্বাচনে বুথে বুথে তৃণমূল কংগ্রেস ছাপ্পা রিগিং করেছে। তিনি বলেন, “তৃণমূল সিপিএম থেকে ছাপ্পা র্যাগিং সবই শিখেছে।” অন্য দিকে তৃণমূল কংগ্রেস ছাপ্পা ও র্যাগিং এর অভিযোগ অস্বীকার করেছে। এরপর তিনি কিছু কর্মী সমর্থকদের নিয়ে ভবানীপুর থানায় যান। কিন্তু থানাতে দরজা বন্ধ দেখে তিনি পুলিশকর্মীর উপর চোটপাট শুরু করেন। তিনি পুলিশকর্মীকে বলেন, “থানার দরজা কি কারো জন্য বন্ধ থাকে নাকি? দরজা খুলুন।” এরপর বেশ কিছুক্ষন ধরে চলে তর্কবিতর্ক।