টিডিএন বাংলা ডেস্ক : বিজেপির একমাত্র ধর্ম মানবসেবা। পরিবারতন্ত্রে বিশ্বাস করেনা তারা। ঈশ্বরের কাছে পৌঁছতে হলে দরকার মানবসেবা। রবিবার জাতীয় কর্মসমিতির বৈঠকে ফের কংগ্রেসকে খোঁচা দিয়ে মন্তব্য করলেন নরেন্দ্র মোদি।
সামনেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। নির্বাচনের রুটম্যাপ তৈরি করতে জাতীয় কর্মসমিতির বৈঠক করল বিজেপি। প্রতিবছর এই বৈঠক আয়োজিত হয়। তবে এবার ২ বছর পর হল এই বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বৈঠকে। নিজের ভাষণে কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়লেন না মোদি। তাঁর কথায়, বিজেপির একমাত্র ধর্ম মানবসেবা। পরিবারতন্ত্রে তারা বিশ্বাস করেনা। বৈঠকে মোদির মুখেও উঠে এসেছে আসন্ন নির্বাচনের প্রসঙ্গ। মানুষ আবার বিজেপিকে আশীর্বাদ দেবে। পাঁচ রাজ্যে আসন্ন নির্বাচন প্রসঙ্গে দলের অভ্যন্তরীণ রিপোর্টে এমনটাই তথ্য উঠে এসেছে।
সদ্য সমাপ্ত বিধানসভা উপনির্বাচনের ফলাফল নিয়ে বেশ চিন্তিত ছিল বিজেপি। যেমন হিমাচল প্রদেশে বিজেপি সরকার থাকলেও উপনির্বাচনে কংগ্রেস সেখানে ভালো ফল করেছে।সেখান থেকে মনে করা হয়েছিল, হয়তো বিজেপির চাপ বাড়ল। কিন্তু রবিবার প্রধানমন্ত্রীর বক্তব্যে তার এতটুকু প্রতিফলন পাওয়া যায়নি।